Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সরকারের সময় সুষ্ঠু ভোট আশা করা যায় না

উচ্চ আদালতে যাবেন হিরো আলম

মহসিন রাজু, বগুড়া থেকে | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

মিষ্টি নিয়ে হাজির জেলা নির্বাচন অফিসে
বগুড়া-৪ সংসদীয় আসনের ফলাফল প্রত্যাখ্যান করে হিরো আলম বলেছেন, এই সরকারের সময় সুষ্ঠু ভোট আশা করা যায়না। আশ্চর্যের বিষয় হলো হিরো আলমকে দেখে তারা ভয় পায়। ফলাফল বাতিলের আবেদন নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন। গতকাল বৃহস্পতিবার ফলাফল সংক্রান্ত কাগজপত্র নিতে তিনি জেলা নির্বাচন অফিসে যান। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব হাসান হিরো আলমকে কাগজ সরবরাহের করার কথা বলে জানান, প্রথমে গেজেট হওয়ার একমাসের মধ্যে আপনাকে নির্বাচন ট্রাইবুনালের যেতে হবে। আগেই উচ্চ আদালতে যাওয়া যাবে না। এরপর হিরো আলম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে নির্বাচন কর্মকর্তাকে বলে মিষ্টি খাওয়ান। এরপর নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান তখন গণমাধ্যম কর্মীসহ সবাইকে মিষ্টি খাওয়ান। এ সময় হিরো আলম বলেন, প্রকৃত অর্থে আমি বিজয়ী, আমাকে হারিয়ে দেয়া হয়েছে। ভোটাররাও এটা মেনে নিতে পারছেনা।

ইভিএম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, মারবে এক জায়গায় যাবে অন্য জায়গায়। তাই ইভিএমও সঠিক নয়।
হিরো আলম শুধু বগুড়া-৪ আসন নিয়ে চ্যালেঞ্জ গেলেও বলেন, বগুড়া-৬ আসনেও ভোট সঠিক হয়নি। সঠিক ভোট হলে আওয়ামী লীগ জীবনেও বগুড়ার এই আসনে জিততে পারবেনা। তার অভিযোগ, বগুড়া সদরে অনেক কেন্দ্রে আওয়ামী লীগ বিরোধী পক্ষের এজেন্টদের ঢুকতেই দেয়নি। তিনি বলেন, আসলে আমাকে একটিমহল মেনে নিতে পারছেনা। কারণ, আমি দেখতে সুন্দর না, চেহারা ভালো না, লেখা পড়া কম। আমি সংসদে গেলে নাকি ইজ্জত যাবে। এ কারণে এবার দিয়ে দুই বার আমার মনোনয়ন বাতিল করা হলো। হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরিয়ে আনতে হলো।

হিরো আলম প্রশ্ন তুলে বলেন, শিক্ষিতরাও মানুষ, আমিও মানুষ। আমার মত লোকদের হেয় করবে এটা কোন শিক্ষা? যদি আমার মত মানুষ সংসদে গেলে লজ্জা হয় কিছু লোকের তাহলে আইন করে বাতিল করা হোক আমাদের মত মানুষ যেন ভোটে না দাঁড়াতে পারে। এছাড়া তিনি স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ভোটের আইন নিয়েও উচ্চ আদালতে যাবেন জানিয়ে বলেন, আমি যে ভোট পেয়েছি তা আমার দেয়া একশতাংশ ভোটের চেয়ে বেশি। তাহলে এ বিধানের অর্থ কি দাঁড়ালো ? এটা বাতিল করা জরুরি। হিরো আলম বলেন, আমাকে আওয়ামী লীগ, জাসদ, প্রশাসন সবাই হারিয়েছে। কারণ, ফলাফল ঘোষণার আগে নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা বলেন, মশাল জিতেছে, শুধু ঘোষণার অপেক্ষা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ