Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বখাটে সাগরই ছুরিকাঘাত করে স্কুলছাত্র তন্ময়কে হত্যা করে

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : বখাটে সাগরই ছুরিকাঘাত করে ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট এন্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র ইশতিয়াক আহম্মেদ তন্ময়কে হত্যা করে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, সিসিটিভি’র ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি সাগরই তন্ময়ের পেটে ছুরিকাঘাত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ হত্যাকা-ের ঘটনায় রোববার রাতে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা থেকে মেহেদী হাসান সাগর (২১) ও তার সহযোগী রুহান ইসলাম রিয়াদকে (২০) পুলিশ গ্রেফতার করে যে, বলেছেন এসপি সৈয়দ নুরুল ইসলাম।
সাগর চলতি বছর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছে, রিয়াদ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী উপস্থিত ছিলেন।
এসপি সৈয়দ নুরুল ইসলাম জানান, প্রায় মাস খানেক আগে মোবাইল ফোনকে কেন্দ্র করে তন্ময়ের সাথে শিমুল ও আলামিনের কথাকাটা ও ঝগড়া হয়। এরই জের ধরে গত শুক্রবার দুুপুরে তন্ময়ের সাথে আলামিন ও আদনানের কথাকাটাকাটি হয়।
এরপর সন্ধ্যায় নতুন বাজার এলাকায় তন্ময়কে পেয়ে বখাটে সাগর ছুরিকাঘাত করলে মমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ সময় সাগরের সহযোগী রুহান ইসলাম রিয়াদ ওরফে ঘুড়ি রিয়াদ (২০), ফারাবী (১৯), শিমুল (১৮), আলামিন (১৮), আদনান (১৮), বাইচ মানিক ওরফে শুভ (১৮) উপস্থিত ছিল।
এ ঘটনায় রোববার রাতে নিহত তন্ময়ের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ