Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রীর ওপর নৃশংসতা চালানো স্বামী কারাগারে

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে নৃশংসভাবে স্ত্রীর জিহ্বা দ্বিখ-িত করা ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত বেলাল আহমদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ নং আদালতে আত্মসমর্পণ করে জামিন চায় বেলাল। তবে আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বেলালকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে।
উল্লেখ্য, সিলেটের জালালাবাদ থানাধীন পশ্চিম দর্শা গ্রামের মৃত আবদুল আলীর মেয়ে সুমার বিয়ে হয় ২০০৮ সালে পার্শ্ববর্তী খানুয়া গ্রামের মৃত ইছমত আলীর ছেলে বেলাল আহমদের সাথে। বিয়ের পর কিছুদিন সুমা স্বামীর বাড়িতে অবস্থান করেন। কিন্তু বেলালের সাথে তার মায়ের বিরোধের কারণে সুমা তার বাবার বাড়িতে চলে আসেন। প্রায় তিন বছর আগে সুমাকে না জানিয়ে আরেকটি বিয়ে করে বেলাল। গত কয়েক মাস ধরে বেলাল পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাকে ক্রমাগত চাপ দিচ্ছিল। বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে ধার-কর্জ করে বেলালকে তিন লাখ টাকা দেন সুমা। কিন্তু বাকি দুই লাখ টাকার জন্য সুমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বেলাল। গত ১৫ ডিসেম্বর রাতে দুই সঙ্গীসহ সুমাদের বাড়িতে যায় বেলাল। সুমাকে ঘর থেকে ডেকে নিয়ে লাকড়ি রাখার ঘরে ঢুকিয়ে সঙ্গীদের সহযোগিতায় সুমার জিহ্বা দ্বিখ-িত করে ফেলে বেলাল। সুমার বা পায়ের রগ কেটে দেয়া ছাড়াও চাকু দিয়ে কোপায় সে।
সুমার আর্তনাদে ঘর থেকে দৌড়ে আসে তার মা আয়না বিবি। তাকে দেখেই বেলাল ও অপর দুই যুবক পালিয়ে যায়। গুরুতর আহত সুমাকে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় সুমার বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে বেলালকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ বেলালের মা জয়বুন বেগম, বেলারের মামাতো ভাই ফয়েজ মিয়া এবং ভাগ্নে রেদওয়ান আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ