Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

৪ ফেব্রæয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ নিবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের এ আন্দোলন চলবে। গতকাল মঙ্গলবার আগামী ৪ ফেব্রæয়ারি দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সমর্থনে নগরীর চকবাজারে লিফলেট বিতরণকালে এসব একথা বলেন মহানগর বিএনপির আহŸায়ক ডা. শাহাদাত হোসেন
ডা. শাহাদাত বলেন, এই সরকার লাগামহীনভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। বিদ্যুতের বিল বাড়ানোর সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বেড়ে যাবে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ হিমশিম খাচ্ছে। তার উপর মরার উপর খাড়ার ঘাঁ। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে সাথে উৎপাদন মূল্যবৃদ্ধি পাবে, যার প্রেক্ষিতে জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনে অর্থনীতি ভেঙে পড়েছে। ব্যাংকে টাকার সঙ্কটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে। দেশের এমন চরম অর্থনৈতিক সঙ্কটেও সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। এই সরকার জনগণের কথা ভাবছে না, তারা ভাবছে বিরোধী দল দমন করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে হবে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার লক্ষ্যে ও এই সরকারের দুর্নীতি, দুঃশাসনের প্রতিবাদে প্রতিটি থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করার প্রস্তুতি নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, সালাউদ্দিন কায়সার লাবু, মো. মহসিন, নূর হোসেন, মনজুর আলম মনজু, খায়রুজ্জামান জুনু, এম এ হালিম বাবলু, মো. এমরান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ