পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর বিএইচবিএফসি ভবনে গতকাল বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইসলামি উন্নয়ন ব্যাংক এর মধ্যে এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মানড়বানের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব সেলিনা কাজী (ভার্চুয়ালি), আইএসডিবি’র অপারেশন্স টিম লিডার আবু স্যান্ডি বোকারীর নেতৃত্বে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেসালিস্ট মো. রবিউল ইসলামসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির ঢাকা ও জেদ্দা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সভায় উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া কর্পোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।