Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত ২৫ জানুয়ারি প্রকাশিত ‘গুপ্ত ধনের খোঁজে দুদক/৫শ’ স্বজনের চাকরি’ শীর্ষক সংবাদের অংশ বিশেষের প্রতিবাদ জানিয়েছেন সমবায় অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বাবলা দাশ গুপ্ত। এতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনের তথ্য অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায় খাতকে একটি কুচক্রীমহল বিভিন্ন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংসের পায়তারা অব্যাহত রেখেছে। মহলটি তাদের হীন উদ্দেশ্য চরিতার্থের প্রতিবন্ধকতা অপসারণের লক্ষ্যে কল্পনাপ্রসূত তথ্য সরবরাহের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

প্রতিবাদে আরো বলা হয়, সমবায় অধিদফতর একটি বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিয়োগ, পদোন্নতি এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে হয়ে থাকে। এ ক্ষেত্রে ব্যক্তি বিশেষের স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। নিয়োগ, বদলি ও পদোন্নতি সংশ্লিষ্ট কর্মকর্তাও নই। তাই প্রকাশিত অসত্য সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলো আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান (স্মারক নং ০০.০১.২৬০০.৬০৩.০১.৩৯৮.২২/৭০, তারিখ: ০১/০১/২০২৩ খ্রি.) করছে। এ প্রক্রিয়ায় প্রতিবাদকারীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যে অভিযোগের ভিত্তিতে দুর্নীতিবিরোধী সংস্থা প্রতিবাদকারীর বিষয়ে অনুসন্ধান করছে সেসব তথ্যের ভিত্তিতেই প্রণয়ন করা হযেছে প্রতিবেদনটি। অনুসন্ধানে নির্ণীত হবে সত্যাসত্য। প্রতিবেদনে প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ