পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাগর শান্ত। এই সুযোগ কাজে লাগাচ্ছেন মাদক পাচারকারিরা। মিয়ানমার থেকে সরাসরি মাছের ট্রলারে আসছে ইয়াবার চালান। দুই লাখ ইয়াবার বিশাল চালান নিয়ে চট্টগ্রামে ঢোকার পথে পাঁচ মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে এলিট বাহিনী র্যাব। র্যাব জানিয়েছে, ফিশিং বোটের মাছ রাখার ড্রামে বিশেষ কায়দায় এসব ইয়াবা লুকিয়ে আনা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- নুরুল আবছার (৩২), মো. মেহের আলী (৩৯), আব্দুল হামিদ (৩৭), মো. কালু (২৩) ও নুরু হাসান (৩৩)।
র্যাব জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফের শাপলাপুর এলাকা থেকে ফিশিং বোটে করে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সমুদ্রপথে নজরদারি শুরু করে। পরবর্তীতে ফিশিং বোটটি কক্সবাজার জেলার বদরখালি হয়ে মগনামা ঘাটে এলে র্যাবের সদস্যরা বোটটিকে থামিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় ফিশিং বোটে মাছ রাখার ড্রাম থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাঁচজনকে গ্রেফতার করে বোটটি জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সমুদ্রপথে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।
তারা মাছ ধরার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের মত জঘন্য কাজ করে আসছে। মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান সরাসরি সাগর পথে চট্টগ্রাম আনা হচ্ছে। এর আগেও র্যাব পুলিশের অভিযানে পতেঙ্গা, আনোয়ারা এবং সীতাকুÐ উপক‚লে ইয়াবার চালান ধরা পড়েছে। প্রতিবছর শীতকালে সাগর কিছুটা শান্ত হলে ইয়াবা পাচার বেড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।