Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকোরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে মাতামুহুরীতে শত কোটি টাকার প্রকল্প

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া) আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মুহাম্মদ ইলিয়াছ বলেছেন, চকোরিয়া ও পেকুয়ার লাখ লাখ মানুষকে বন্যার কবল থেকে রক্ষার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য মাতামুহুরী নদীর দুই পাড়ে একশ’ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হবে। পালাকাটা থেকে লামা পর্যন্ত প্রায় ৫০ কি.মি. জুড়ে এই বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান। গতকাল এই প্রতিবেদককে এমপি ইলিয়াছ আরো বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল মাতামুহুরীর দু’কূল উপচিয়ে চকোরিয়া-পেকুয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা সৃষ্টি করে থাকে। এতে করে বিশাল জনগোষ্ঠীর ভোগান্তি ছাড়াও জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই চকোরিয়া-পেকুয়াবাসীর এই দুর্ভোগ লাঘব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ