পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নিরাপত্তাবাহিনী ভালো কাজ করছে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। একই সঙ্গে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
গতকাল রোববার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে জঙ্গি আছে। এখানে জঙ্গিরা মাঝে মধ্যে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জঙ্গিদের সবসময় নজরদারিতে রাখা হয়েছে। যেসব জঙ্গি পলাতক আছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।’ অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এখন আগের মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জঙ্গিদের পেছনে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।