Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদরাসাতেও স্কাউটিং চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:৫৯ পিএম

স্কুলের পাশাপাশি মাদরাসাতেও স্কাউটিং চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই নির্দেশনা দেন তিনি।

প্রত্যেক শিক্ষার্থীই যেন স্কাউট প্রশিক্ষণ পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, স্কুলের পাশাপাশি মাদারাসা শিক্ষার্থীদেরও স্কাউট আন্দোলনে অংশ নিতে হবে।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্টে অর্জিত স্বাধীনতা যেনো অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

স্কাউটদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।

স্কাউট আন্দোলনকে ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০৪১ সাল নাগাদ সরকার দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ গড়তে সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাকে আয়োজিত অনুষ্ঠানে স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব অ্যাওয়ার্ড দেন প্রধানমন্ত্রী।

মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩। সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১০ হাজার ৯৯৬ জন এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছে।

স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরি আয়োজকরা।



 

Show all comments
  • মর্মভেদী ২৫ জানুয়ারি, ২০২৩, ১:০৭ পিএম says : 0
    সব জায়গায় এখনো মাদ্রাসার ছাত্ররা চাকরি পায় না। এ ব্যাপরটা আশা করি দেখবেন
    Total Reply(0) Reply
  • মর্মভেদী ২৫ জানুয়ারি, ২০২৩, ১:০৪ পিএম says : 0
    ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply
  • aman ২৫ জানুয়ারি, ২০২৩, ১:০৮ পিএম says : 0
    মাদ্রাসার ছাত্ররা অনেক ব্রিলিয়ান্ট হলেও কিছু ক্ষেত্রে তারা চাকরি বনচিত করা হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ