Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক অফের কয়েক মিনিটের মধ্যেই কৃষ্ণ সাগরে রুশ বিমান বিধ্বস্ত

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রেড আর্মির ৬৪ সদস্যসহ ৯২ আরোহীর সবাই নিহত
ইনকিলাব ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ক্রিসমাস ডে। পরিপূর্ণ সেলিব্রেশন মুডে গোটা বিশ্ব। বাদ নেই ভিনদেশে মোতায়েন সেনারাও। সিরিয়ার রুশ সেনাঘাঁটিতে বর্ষশেষের অনুষ্ঠান। সেখানেই যাচ্ছিলেন রুশ সেনার বিখ্যাত অ্যালেক্সান্দ্রভ কয়ার বা রেড আর্মি কয়ারের সদস্যরা। কিন্তু মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। রোববার ভোরে দক্ষিণ রাশিয়ার অ্যাডলার বিমানবন্দর থেকে রওনা দেয় রুশ সেনার টিইউ-১৫৪ বিমান। কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি। রাডার থেকে উধাও হয়ে যায় বিমান। কোনও বিপদসঙ্কেত না এলেও আধঘণ্টার মধ্যেই আসে মর্মান্তিক খবর। ভেঙে পড়েছে বিমান। উপকূল শহর সোচির কাছে কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে রুশ বিমান। বিমানে ৯২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৪ জন রেড আর্মি কয়ারের সদস্য। ছিলেন ৯ জন সাংবাদিক। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন বিখ্যাত রুশ চিকিৎসক ও মানবাধিকার কর্মী এলিজাভেটা গ্লিঙ্কা। সিরিয়ার রুশ সেনা ঘাঁটির কাছে একটি হাসপাতালের জন্য ওষুধ নিয়ে যাচ্ছিলেন তিনি।
কৃষ্ণ সাগরে জোরদার তল্লাশি চলছে। সমুদ্র থেকে ভেঙে পড়া বিমানের কয়েকটি অংশ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কয়েকটি মৃতদেহ। উদ্ধারকাজের নিয়মিত খবর নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিমান ভেঙে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি বা পাইলটের কোনও ভুল হয় কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রুশ সেনা। এছাড়াও প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিশন। -সূত্র : জি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ