Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধর্মপ্রাণ : তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী-ছাত্র মজলিস

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, আলেম-উলামা অধ্যুষিত পীর-আউলিয়ার বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধর্মপ্রাণ। তারা তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী। ধর্মীয় অনুভুতিতে আঘাত তারা কখনো মেনে নেয়নি। তিনি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা যেখানে ইসলামী অনুশাসন অনুযায়ী হওয়ার কথা সেখানে যুগ যুগ ধরে মানুষের তৈরি মনগড়া বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায় বিচারের অধিকার হরণ করা হচ্ছে। পাশাপাশি বিতকীর্তদের দ্বারা প্রভাবিত হয়ে বিচার বিভাগের সর্বোচ্চ অঙ্গণে মুর্তি স্থাপন করে এ পবিত্র অঙ্গণকে বিতর্কিত করার চক্রান্ত হচ্ছে। তিনি বলেন হাইকোর্টের পবিত্র অঙ্গণে মূর্তি স্থাপন করে তাকে বিতর্কিত করা হলে তৌহিদী ছাত্র-জনতা তা বরদাশত করবে না।
গতকাল বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীলদের সাথে নগর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ