Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাসড়ক অবরোধ, শতাধিক যানবাহন ভাঙচুর

কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহতের জের

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দ্রæতগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো. আজাদুল ইসলাম (৪৫) নামে পোশাক কারখানার এক নিরাপত্তা প্রহরী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন পোশাক শ্রমিক।

গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা প্রহরী আজাদুল ইসলাম গাইবান্দা জেলার, গবিন্দগঞ্জ থানার আমগাঁও গ্রামের মৃত আরব আলীর পুত্র। সে উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স নামে একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল রোববার সকালে আজাদুল ইসলাম বাসা থেকে তার কর্মস্থলে মাহমুদ জিন্স কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকীতলা মাহম্মুদ জিন্স কারখানার সামনে পৌঁছায়। একপর্যায়ে উপস্থিত অন্যান্য শ্রমিকদের সাথে দ্রæত মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রæতগ্রামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। যাত্রীবাহী বাসের মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তা প্রহরী আজাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও আরো ৪ জন শ্রমিক আহত হয়। এ খবর পেয়ে মাহমুদ জিন্সসহ পার্শ্ববর্তী কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে বিক্ষোব্ধ শ্রমিকরা পাথর ভর্তি একটি ট্রাকে আগুন দরিয়ে দেয় এবং মহসড়কে চলাচলকারী শতাধিক যানবাহন ভাঙচুর করে। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও সালনা হাইওয়ে থানা পুলিশ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রানান্ত চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সালনা হাইওয়ে ও কালিয়াকৈর থানা পুলিশ টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ