পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নদীভরাট, দখল ও ধ্বংসের কারণে বিলুপ্তির মুখে পড়েছে অজস্র প্রাণিক‚ল। হারিয়ে যাচ্ছে সভ্যতার অনেক নিদর্শন। পানিই জীবনের উৎস হলেও পানির জন্য চলছে হাহাকার। দেশের মানুষ আবহমানকাল থেকে নদীর সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত। এখানকার অর্থনীতি, শিল্প, সভ্যতা-সংস্কৃতি, জীবিকাসহ সবকিছুই নদীকে ঘিরেই তৈরি। সেইসব নদীগুলো এখন হুমকির মুখে।
আজ সোমবার থেকে ২৫ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী সিলেট জেলায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম আন্তর্জাতিক পানি সম্মেলন। বেসরকারি সংস্থা একশনএইডের উদ্যোগে সিলেট জেলায় ‘জীবন-জীবিকার জন্য পানি ও নদী: যুবদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অনলাইন ও সরাসরি দুভাবেই অংশগ্রহণ করা যাবে। পরিদর্শন করা হবে কুশিয়ারা নদী ও পার্শ্ববর্তী এলাকাও। তাতে করে নদীতীরবর্তী স¤প্রদায় ও যুবসমাজের সমস্যার সঙ্গে সঙ্গে পানি দ্ব›েদ্বর মতো বিষয়গুলো ভালোভাবে বোঝা ও সমস্যার সমাধানে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করাই সম্মেলনের উদ্দেশ্য।
আগামী কাল সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কুশিয়ারা নদী ও নদী-সংলগ্ন এলাকা পরিদর্শন। পটুয়াখালী জেলার কলাপাড়ায় পানি যাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠান। আজ সোমবার ‘জলাশয় ইতিহাস’, ‘রূপবিদ্যা ও পরিবর্তন’, ‘নদী একটি জীবন্ত সত্তা এবং নদীর ওপর নৃতাত্তি¡ক হস্তক্ষেপের প্রভাব,’ও ‘পানি ও নদী অধিকারে যুব-সম্পৃক্ততা’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা। তৃতীয় দিন ২৫ জানুয়ারি আন্ত:সীমান্ত নদী ও পানি রাজনীতি, উদ্ভাবন: পানি, বাস্তুতন্ত্র ও টেকসই জীবিকা শীর্ষক আলোচনা।
সম্মেলনে সরকারি নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদরা দেশি-বিদেশি, সরকারি- বেসরকারি প্রয়োগকারী, দাতা সংস্থাসমূহ, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের সংগঠনসমূহ, স্থানীয় সরকার ও প্রতিনিধিরা, গণমাধ্যম, তৃণমূল স¤প্রদায় ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।