পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ভ্রমণপিপাসুদের ঘোরাঘুরির অভিজ্ঞতা উন্নত করতে প্রতিনিয়ত নানা ধরনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মত টপ পারফর্মার হয়ে নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ। প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে “টপ পারফর্মার” শেয়ারট্রিপের হাতে এই পুরস্কার তুলে দেয় নভোএয়ার। রোববার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নততর করতে উদ্ভাবনীর বিকাশ ঘটিয়ে নিয়মিত নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেয়ারট্রিপ। এই যাত্রায় আমাদের ঝুলিতে এবার এলো আরও একটি সম্মানজনক স্বীকৃতি। এই স্বীকৃতি আমাদের আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে, যাতে আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারি।
উল্লেখ্য, ডোমেস্টিক ট্রাভেল ইনস্যুরেন্স; ফ্লাইট, তারিখ ও অনলাইন রিফান্ড সেবা (টাকা ফেরত) এবং মালামালের নিশ্চয়তা সহ ভ্রমণকারীদের নানান রকমের উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সেবা দিয়ে থাকে শেয়ারট্রিপ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য ঝামেলামুক্ত এবং নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।