Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ পয়েন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১:৪৮ পিএম
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মিসেস মনিমুন্নাহার, বিশেষ অতিথি ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ প্রিন্সিপাল হামিদা আলী। সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম পিএসসি(অবঃ)। সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বিভিন্ন ক্যাম্পাসের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রধান অর্থ কর্মকর্তা এ সময় উপস্থিত থেকে প্রতিযোগীদের খেলাধুলা উপভোগ করেন। 
 
ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে প্রধান অতিথিকে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর শিক্ষার্থীরা সামরিক কায়দায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। জাতীয় পতাকার পর উত্তোলন করা হয় সাউথ পয়েন্ট পতাকা ও শিক্ষার্থীদের বিভিন্ন হাউজ পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে প্রদর্শন করা হয় সাউথ পয়েন্ট কারাতে দলের কসরত ও মনোমুগ্ধকর মিউজিক ডিসপ্লে। এবারের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয় আঁড়িয়াল খাঁ হাউজ এবং  ছাত্রিদের দলগত চ্যাম্পিয়ন হয় সুরমা হাউজ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ