Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলছে ফ্যাশন টেকনোলজি বিষয়ে উচ্চশিক্ষার দ্বার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রামে বিজিএমইএ বিশ^বিদ্যালয়ের উদ্বোধন কাল
তৈরী পোশাক শিল্পের জন্মস্থান চট্টগ্রামেই হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)। বিশেষায়িত এই বিশ^বিদ্যায়ল চালুর ফলে দেশে ফ্যাশন ও টেকনোলজি বিষয়ে উচ্চশিক্ষার দ্বার উম্মোচিত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন এই বিশ^বিদ্যালয় চালু হলে দেশে বিকাশমান তৈরী পোশাক খাতে দক্ষ জনবল সঙ্কট দূর হবে। আর তাতে কমবে ভারতীয়দের একচেটিয়া আধিপত্য।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আগামী মার্চে ভর্তি কার্যক্রম শুরু হবে। এর ফলে এই অঞ্চলের শিক্ষার্থীরা ভালো মানের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন। আগামীকাল শনিবার বিশ^বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশিতে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, দেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যে হারে বেকার তরুণ তৈরি করছে সেখান থেকে বের হয়ে কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। তরুণ-তরুণীদের আধুনিক ফ্যাশন টেকনোলজিতে প্রশিক্ষিত করে দেশের অর্থনীতিকে তরান্বিত করতেই এ উদ্যোগ।

তিনি বলেন, পোশাক কারখানায় বিদেশ থেকে দক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে বিপুল বৈদেশিক মুদ্রা চলে যায়। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে দক্ষ জনবল তৈরি হবে। এতে একদিকে বৈদেশিক মুদ্রা বাঁচবে, অন্যদিকে বেকারত্ব কমবে। বিজিএমইএ ভবনের পঞ্চম, নবম এবং দশম তলার প্রায় ৩৭ হাজার বর্গফুট জায়গায় সিবিইউএফটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। শুরুতে দুটি অনুষদে চারটি বিভাগের ভর্তি করানো হবে। পর্যায়ক্রমে পরিসর আরও বাড়বে। ক্লথিং ও ফ্যাশন টেকনোলজি অনুষদের অধীনে টেক্সটাইল অ্যান্ড ক্লথিং টেকনোলজি (টিসিটি) ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগ থেকে বিএসসি কোর্স এবং ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ডিজাইন অনুষদে অ্যাপারেল মার্সেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) ও ফ্যাশন ডিজাইন (এফডি) বিভাগ ব্যাচেলর ডিগ্রি দেওয়া হবে। প্রত্যেক বিভাগে ৩৫ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। প্রথম সেশনে চারটি বিভাগে ১৪০ জন পড়ার সুযোগ পাবেন। সিবিইউএফটিতে আন্তর্জাতিক মানের সব সুবিধাই পাবেন শিক্ষার্থীরা। শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক সুবিধার ল্যাবরেটরি, স্যুইং ল্যাব, টেক্সটাইল টেস্টিং ল্যাব, ফ্যাশন ডিজাইনিং স্টুডিও, উচ্চ ক্ষমতার ফ্রি ইন্টারনেট, সমৃদ্ধ লাইব্রেরি থেকে শুরু করে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় মেশিনারিজ এবং প্রজেক্টর মাল্টিমিডিয়ার মতো শিক্ষা সহায়ক উপকরণ থাকবে। চট্টগ্রামের সেরা পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীরা নামী প্রতিষ্ঠানগুলোর বিদেশি ক্রেতাদের সঙ্গে আলোচনা, মতবিনিময়ের সুযোগও পাবেন। এ ছাড়া ভালো ফল করলে শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশ যাওয়ার সুযোগ মিলবে। গত বছরের ২৪ আগস্ট ১০৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সিবিইউএফটির অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১ জানুয়ারি বিশ^বিদ্যালয়টিতে চারটি বিভাগ চালুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

দেশে প্রথম পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামে। পর্যায়ক্রমে তা রফতানি আয়ের খাতে পরিণত হয়। একসময় অদক্ষ শ্রমিক দিয়ে কারখানা পরিচালনা করা হলেও প্রযুক্তির সঙ্গে বদলে যায় ব্যবহারকারীদের রুচি। ফলে নব্বইয়ের দশকে দক্ষ শ্রমিকের বিশেষ করে ফ্যাশন বিষয়ে বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভারতীয়রা এসে এই খাতে মোটা বেতনে চাকরি নেয়। এই শূন্যতা পূরণে ২০০২ সালের ২৭ অক্টোবর ডিপ্লোমা কোর্স চালু করে চট্টগ্রাম বিজিএমইএ। চাহিদা বাড়ায় ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিআইএফটি) চালু করা হয়। পরে সিবিইউএফটি চালুর সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএর প্রথম-সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিশ^বিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ সালাম, এস এম আবু তৈয়ব, এস এম সাজেদুল ইসলাম, আবদুল মান্নান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ