পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : গত এক মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ৪০ শতাংশের বেশি বেড়েছে। ডিএসই কর্তৃপক্ষের চিঠির জবাবে কোম্পানি জানিয়েছে, এ দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত এক মাসে আরএন স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। ২১ নভেম্বর ডিএসইতে কোম্পানির শেয়ারদর ছিল ১৭ টাকার ঘরে। গত বৃহস্পতিবার তা ২৪ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়। চলতি হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে শেয়ারপ্রতি ৪০ পয়সা লোকসান দেখিয়েছে আরএন স্পিনিং মিলস লিমিটেড। আগের বছর একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৩ টাকা ৯৭ পয়সা। উল্লেখ্য, রাইট শেয়ার কেলেঙ্কারির পর উচ্চ আদালতের নির্দেশে ২০১২ হিসাব বছর থেকে বার্ষিক সাধারণ সভা করতে পারছে না কোম্পানিটি। এ কারণে কোনো লভ্যাংশও পাচ্ছেন না কোম্পানির শেয়ারহোল্ডাররা। জানা গেছে, আদালতের নির্দেশক্রমে আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার কেলেঙ্কারির বিষয়টি আবারো তদন্তের জন্য সম্প্রতি একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলে আশা করছেন বিনিয়োগকারীদের কেউ কেউ। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ কারণেই বস্ত্র খাতের কোম্পানিটির শেয়ারে আগ্রহ দেখাচ্ছেন তারা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার আরএন স্পিনিং শেয়ারের সর্বশেষ দর ছিল ২৪ টাকা ৮০ পয়সা। গত এক বছরে এর দর ১৬ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৪৭ কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভ ৭৬ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৬ দশমিক ৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৫ দশমিক ১২ ও বাকি ৪৮ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩ দশমিক ৭৪। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।