Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী বাজার বণিক সমিতি নির্বাচন ভুয়া ভোটার তালিকাভুক্তির অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী বাজার বণিক সমিতির ভোটার তালিকায় ভুয়া ভোটার ভুক্তির অভিযোগ পাওয়া গেছে। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমিতির সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ভুয়া ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা প্রধান নির্বাচন কমিশনারের নিকট এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে বেশ কয়েকজন ভুয়া ভোটারের নাম উল্লেখ করা হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষে বর্তমান কমিটির কয়েকজন পরিচালক নরসিংদী প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে সমিতির অভ্যন্ততরে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা উল্লেখসহ লিখিত অভিযোগের কপি সরবরাহ করেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, নরসিংদী বাজার বণিক সমিতির বর্তমান কমিটি গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে ভোটার তালিকা প্রণয়ন করেছে। এই তালিকায় ৬ থেকে ৭শ’ ভুয়া ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচনে জয় লাভের জন্য বাজারের কুলি-মজুর-দোকান কর্মচারীসহ যাকে-তাকে ভোটার করা হয়েছে। তারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নতুন ভোটারদের তালিকাভুক্ত করতে হলে সমিতির সভায় সর্বসম্মতিক্রমে বাছাই কমিটি গঠন করে ভোটার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। কিন্তু বর্তমান কমিটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার আশ্রয়ে এসব নিয়ম-কানুন লঙ্ঘন করে কাউকে কিছু না জানিয়ে গোপনে অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকা প্রণয়ন করেছে। এই তালিকা অনুযায়ী নির্বাচন হলে বাজারের ব্যবসায়ীদের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। তাদের মতামতের কোনো মূল্য থাকবে না। এতে বাজারের ব্যবসায়ীরা সমূহ ক্ষতির সম্মুখীন হবে। বাজারের নিরাপত্তা বিঘিœত হবে। ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট হবে। বাজারের সুনাম ক্ষুণœ হতে পারে বিধায় এই ভোটার তালিকা বাতিল করে নতুন ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ১২ জানুয়ারি ঘোষিত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ