Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদেও সঙ্গে জনশক্তি কর্মসংস্থানের ডিজির মতবিনিময়

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা :  জনশক্তি কর্মসংস্থানের  ডিজি সেলিম রেজা শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। জনশক্তি কমিশনের ডিজি বলেন, বর্তমান সরকারের দক্ষ জনশক্তি রফতানির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তৈরি করা হচ্ছে দক্ষ জনশক্তি। তিনি আরো বলেন, এ বছর সাড়ে ৭ লাখ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,  ‘আমি পাবনার মানুষ’ আমার নিজ জেলা থেকে মাত্র ৭ হাজার জন বিদেশ যেতে পেরেছেন। এর কারণ হচ্ছে তারা সরকারের দক্ষ কর্মশীল হওয়ার যে কার্যক্রম চালু রয়েছে বিষয়টি সঠিকভাবে হয়তো অবহিত নন। দক্ষ জনবল সৃষ্টি করতে সারাদেশে ট্রেনিং কার্যক্রম চালু করা হয়েছে। আজ পাবনায় এই কার্যক্রম চালু করা হয়েছে। তিনি দেশে বর্তমান সরকারের দক্ষ কর্মী তৈরির সুযোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের মাধ্যমে  ট্রেনিং নিতে কেউ আগ্রহী হলে তাকে সরকার বৃত্তি প্রদান করে। দক্ষ হতে তিনি আহ্বান জানান। পাবনা প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনাড়ম্বর এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি আঁখিনূর ইসলাম রেমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টেপের ডেপুটি ডিরেক্টর নুরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনি: সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য অ্যাড. মুরশাদ সুবহানী, ঢাকাস্থ পাবনা সমিতির নেতা শামসুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ