পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মংলা সংবাদদাতা : জীবন-জীবিকা মেলা ২০১৬ শনিবার মংলায় পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকার গরিব জনগোষ্ঠী যাতে খাপ খাইয়ে চলতে পারে সেজন্যই এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন করা হয়। শনিবার দিনব্যাপী মংলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেলায় এক সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সুফিয়ান, মংলা করেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, এনজিও নবলোকের প্রজেক্ট ম্যানেজার পল্লব রায় প্রমুখ। এনজিও নবলোকের প্রজেক্ট ম্যানেজার পল্লব রায় জানান, জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকার গরীব লোকজন তাদের পেশা নিয়ে ঝুকির মধ্যে পরেছে। এই ঝুঁকি কাটিয়ে উঠে যাতে নতুন করে কর্মস্থল সৃষ্টি করতে পারে সেই লক্ষেই তারা কাজ করছে। এই এলাকার অসহায় গরিব লোকদের মাঝে নতুন করে মনোবল তৈরি করার জন্য এই প্রথম মংলায় জীবন-জীবিকা মেলা ২০১৬ আয়োজন করা হয়ছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।