Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে আলহাজ আমিনুল ইসলাম বৃত্তি প্রকল্প

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে  আফাজউদ্দিন স্মৃতি সংঘের আয়োজনে আলহাজ আমিনুল ইসালাম বৃত্তি প্রকল্পের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শহরের জ্ঞানাঙ্কুর মডেল উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা হয় গত শুক্রবার। পার্বতীপুর উপজেলার ১৮ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরিচালনা করেন স্মৃতি সংঘের উপদেষ্টা আমজাদ হোসেনসহ সভাপতি ইব্রাহীম খলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম প্রমুখ। এই বৃত্তি শুরু হয়েছে ২০১১ সাল থেকে। সূত্র মতে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষজনক রেজাল্ট  ও মেধা অনুযায়ী ষষ্ঠ
 শ্রেণীর অষ্টম ও সপ্তম শ্রেণীর  ৮ মোট ১৬ জনকে বৃত্তি দেয়া হয়। তার মধ্যে উভয় শ্রেণীতে বেছে নেয়া হয় ৩ ছেলে ও ৩ মেয়েকে।  এছাড়াও শহর ও গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ