Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে পূবালী ব্যাংকের ৪৪৯তম শাখা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের ৪৪৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী শাখাটি উদ্বোধন করেন। জানা যায়, শনিবার দুপুরে শিবচর ৭১ চত্বর সংলগ্ন আ: জলিল খান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূবালী ব্যাংকের ৪৪৯তম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান আহমেদ, ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ