Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে টিভির সাংবাদিক নাজমুল গ্রেফতার

শ্রমিক উসকানি দেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারের আশুলিয়ার তৈরী পোশাক শিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা আর শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে  বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি এবং ‘নিউজ টোয়েন্টিফোর’ চ্যানেল সাংবাদিক পরিচয়দানকারী নাজমুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল  থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় গোয়েন্দা পুলিশের  হেফাজতে। জব্দ করা হয় তার মুঠোফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত ব্যবহারের গাড়িটি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, শুক্রবার রাতেই আশুলিয়া থানার এসআই শাহাদাৎ হোসেন বাদি হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তার বিরুদ্ধে টেলিভিশন ও পত্রিকায় উসকানিমূলক সংবাদ পরিবেশন ও  ফেসবুকে একাধিক আইডির মাধ্যমে তা প্রচারের অভিযোগ আনা হয়।
তবে গ্রেফতারকৃত নাজমুলের ছোট ভাই কামরুজ্জামান বলেন, আমার ভাই নাজমুলকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সবাই যেভাবে সংবাদ করে সেও সেভাবেই করেছে।
এদিকে পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে,  হেমায়েতপুরের একাধিক নাশকতা মামলার আসামি আমান সরকার ও ব্যাংক টাউন এলাকার বাসিন্দা ঝুট ও জমি ব্যবসায়ী সেলিম আহম্মেদ চলতি মাসের ১৩ ডিসেম্বর নাজমুল হুদাকে মালয়েশিয়ায় নিয়ে যায়। ফিরে আসেন ১৮ ডিসেম্বব। সেখান  থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা শামীম খান ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সঙ্গে বহুবার টেলিফোনে কথা বলেছে। তবে কি বিষয়ে এত কথা হয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জামগড়া এলাকায় একটি তৈরী পোশাক কারখানার সামনে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় আহত হন এক নারী পোশাক শ্রমিক। তখন নাজমুল হুদা উদ্দেশ্যমূলকভাবে সড়ক দুর্ঘটনায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে মিথ্যা তথ্য পরিবেশন করলে গোটা শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এছাড়াও রানা প্লাজা ধসের পর বিভিন্ন পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ নিয়ে তখন বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে শিল্প মালিকদের তা প্রচারের ভয়-ভীতি দেখিয়ে নাজমুল হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। পাশাপাশি বিদেশী কিছু এনজিও ও গণমাধ্যমে গাইড হিসেবে দেশের গার্মেন্টস সেক্টরের স্পর্শকাতর ও নাজুক তথ্য তুলে দেয় তাদের হাতে। নাজমুলের প্রধান সহযোগী ব্যাংক টাউন এলাকার ঝুট ও জমি ব্যবসায়ী সেলিম। বিএনপি রাজনীতির সাথে জড়িত সেলিমের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।
সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজা নামের বহুতল বিপণিবিতানের মালিক অলি আহম্মেদ খানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল নাজমুল। তখন টাকা না দেয়ায় একুশে টিভিতে ‘ঝুকিপূর্ণ ভবন’ মিথ্যা রিপোর্ট করলে প্রশাসন ভবনটি নিরাপত্তার কারণে বন্ধ করে দেন। পরে বুয়েটের পরীক্ষায় ঝুঁকিমুক্ত প্রমাণিত হলে ব্যবসায়ীরা তাকে গণপিটুনি  দেন। সে যাত্রায় ট্রাফিক পুলিশের চেষ্টায় রক্ষা পায় নাজমুল। এ ঘটনা নিয়ে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।
এর আগে রাজধানীর কাফরুল থানায় এক ব্যবসায়ীর চুরি হওয়া ভক্সি গাড়ি নাজমুলের গেন্ডা এলাকার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। সেই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল নাজমুল। এছাড়াও সাভারের গেন্ডা এলাকার পুলিশের এসআই আব্দুস সাত্তারের স্ত্রীর করা শ্লীলতাহানির মামলাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে নাজমুল হুদার বিরুদ্ধে।
এদিকে সরকারি ছুটির পরদিন শনিবারও অন্য কারখানাগুলো খোলা থাকলেও বন্ধ ৫৫টি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে টহল দিচ্ছে র‌্যাব, আমর্ড পুলিশ।
তাছাড়া শিল্প এলাকায় যে কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি  মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই শিল্প এলাকায় বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার জানান, এ ঘটনার পর প্রেসক্লাব থেকে সাংবাদিক নাজমুলের সদস্যপদ স্থগিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ