Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইভেটকার কেড়ে নিল একই পরিবারের ৩ জনের প্রাণ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অন্যত্র আরো ৮ জনের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : কুমিল্লা, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম ও রাজশাহী জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ কমপক্ষে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন।
দাউদকান্দিতে মা-ছেলেসহ নিহত ৩
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে গাড়ি চাপায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান, শনিবার দুপুর আড়াইটায় মহাসড়কের রায়পুর নাথবাড়ীর সামনে রাস্তার দক্ষিণ পাশে অপেক্ষমাণ ২ নারী ১ শিশুকে নিয়ে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলো, দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮) তার ছেলে নিজাম (৪) এবং তার বড় বোন ও রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৩৫)।
চৌদ্দগ্রামে নিহত ১
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মিজান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। জানাগেছে, গতকাল দুপুরে মহাসড়কের উপজেলার পদুয়া রাস্তা নামক স্থানে রাস্তা পারাপারের সময় ফেনী অভিমুখী দ্রুত গতিতে আসা একটি মাইক্রো বাসের ধাক্কায় সে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিজান ফেনী জেলার ফুলগাজীর বিজয়পুর গ্রামের মৃত্যু রুহুল আমিনের ছেলে।
গোবিন্দগঞ্জে ২ জন নিহত
গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবদুর রহমান (৩৬) ও আহসান হাবীব (২৭) নামে দুই যাত্রী নিহত হয়েছে। এসময় প্রাইভেট কারের চালক জুয়েল মিয়া (৩০) ও রুহুল কবীর (২৮) নামে দুই জন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আজিজর রহমানের পুত্র ও আহসান হাবীব দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আন্দন গ্রামের (সারাইপাড়া) খায়রুল ইসলামের পুত্র।
শ্রীনগরে নিহত ৩ আহত ২০
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বেলা ২ টার দিকে শ্রীনগরের কেয়টখালি নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আরাম পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো-জ-১৪-২০১৩) মাওয়া থেকে ছেড়ে আসা গোধুলী পরিবহন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই উপজেলার বাঘড়ার কাঠাল বাড়ী গ্রামের শামীম হোসেন (২৬)সহ ২ জন নিহত হয়। এ দিকে গুরুতর অবস্থায় ঢাকা হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন ।
চট্টগ্রামে শিশুর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর কোতোয়ালী থানা মোড়ে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার (৮) কর্ণফুলী থানার মইজ্জ্যার টেকের বাসিন্দা ওসমান গণির মেয়ে। কোতোয়ালী থানা পুলিশ জানায়, সকালে মার সাথে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে এসেছিল কামরুন নাহার। কোতোয়ালী মোড়ে টেম্পু থেকে নেমে তারা রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় লালদিঘী থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কামরুন নাহারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহীতে এক ব্যক্তি নিহত
রাজশাহী ব্যুরো জানায়, গতকাল সকালে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার জন্য আসার পথে নগরীর আম চত্বর এলাকায় বালুর ট্রাকের নীচে চাপা পড়ে জনাবব আলী (৫৫) নামে একজন মারা গেছে। তার বাড়ি বাগমারার হাটমদ নগর এলাকায়। দুর্ঘটনার সময় তিনি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে গেলে তার দুই পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ