Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন -আমিরাতে প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : বন্ধুপ্রতীম দেশ আরব আমিরাত ও বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জলে কাজ করার আহ্বান জানিয়ে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশ, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষে বৈধ চ্যানেলে টাকা, পাঠানোর পাশাপাশি দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। গত বৃহস্পতিবার রাতে আমিরাতের রাস আলখাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের উদ্যোগে স্কুল মাঠে বিজয় উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাষ্ট্রদূত এসব কথা বলেন। এতে সংগঠনের সভাপতি আলহাজ  পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মুছার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, ভাইস কনসাল মেহেদুল ইসলাম, লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য সি এম আবদুল্লাহ, উপ-কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ থেকে আসা দু’শিল্পী ডলি সায়ন্তনী ও লাবনী গান পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ