Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিপ্লোমা ডেন্টিস্টদের মান উন্নয়নে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেন্টাল ট্রিটমেন্ট ট্রেনিং সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে, দ্য একমি ল্যাবরেটরীজ এর সহযোগিতায় শনিবার বিএমএ ভবন এর ডক্টর মিলন হলরুমে "প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ "অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির রেজিস্ট্রিভুক্ত সদস্যগণ। ডেন্টাল প্র্যাকটিশনার্সদের মান উন্নয়ন ও দেশের প্রান্তিক পর্যায়ে আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান এর লক্ষ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রেনিং অনুষ্ঠিত হয়। ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল হেলথ্ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডেন্টিস্ট হারুন অর রশিদ এবং কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ খালেদ মোসান্নাহ।

 

উপস্থিত ছিলেন বিডিএইচএস'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন কাজল, সিনিয়র যুগ্ন মহাসচিব ডেন্টিস্ট মো. আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব মো. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মো. মাসুদ রানা, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপদপ্তর সম্পাদক রজ্জব দেওয়ান, বিএমটিএ এর আহবায়ক ইলিয়াস হোসেন ইলু, সদস্য সচিব শামিম শাহ ও বিডিএইচএস এর কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ