Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ার-উল আলম চৌধুরী বিসিআই সভাপতি পুননিরবাচিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম

ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি পুননিরবাচিত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিসিআই বোর্ডরুমে বিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আব্দুল হক। বিসিআইয়ের যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী এবং ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

নির্বাচনে ২৪ জন পরিচালকম-লী নির্বাচিত হন। বিসিআই নবনির্বাচিত পরিচালনা পরিষদ ২০২৩-২৫ সাল মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বিসিআই’র সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন বোর্ডের সদস্য মো. কোহিনুর ইসলাম, নির্বাচন আপিল বোর্ডের সদস্য হাফেজ হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী এবং সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম নিরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ