Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনসম্মত আড়ি পাতার উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের সামিল: সাইফুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:০৫ পিএম

নিরাপত্তার অজুহাতে সভ্য কোন গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করতে পারেনা বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আড়িপাতার বিদ্যমান তৎপরতার উদ্দেশ্য হচ্ছে সরকারের রাজনৈতিক বিরোধীদেরকে নিয়ন্ত্রণ ও দমন করা।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে 'আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালু'র ঘোষণাকে 'রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের সামিল' হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন আধুনিক কোন গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রকে যথেচ্ছভাবে তার নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘনকে আইনানুগ করার অনুমতি দিতে পারেনা।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন বিপুল অর্থ ব্যয় করে ইসরায়েলী প্রযুক্তি ব্যবহার করে সরকার বহু আগে থেকে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করে আইন বহির্ভূতভাবে আড়ি পেতে আসছে।এখন থাকে তারা আইনী কাঠামোয় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধীতা আর সরকার বিরোধিতা এক জিনিস নয়। বস্তুতঃ সরকার বিরোধিতাকে রাষ্ট্রবিরোধীতা আখ্যায়িত করে সরকার এখন বিরোধী মত, চিন্তা ও তৎপরতাকে দমন করতেই যে কোন যায়গায় যে কোন ব্যক্তির উপর আড়ি পাতাকে বিধিসম্মত করতে চায়।সরকারের এই নিবর্তনমূলক তৎপরতা দেশের জনগণের সংবিধানস্বীকৃত মৌলিক গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার পরিপন্থী।

বিবৃতিতে তিনি বলেন, সাইবার অপরাধ দমনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিবিধান রয়েছে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ যেকোন অপতৎপরতা রোধের ব্যবস্থা রয়েছে। আড়ি পাতা ও নজরদারি সম্পর্কে কিছু আইনও রয়েছে। এসব আইনের লংঘন করে ইচ্ছেমতো আড়ি পেতে যে কোন ব্যক্তিকে সার্বক্ষনিক নজরদারির মধ্যে রাখা কোন ভাবেই অনুমোদনযোগ্য নয়।

বিবৃতিতে তিনি আশংকা ব্যক্ত করে বলেন, বিদ্যমান বাস্তবতায় সরকারের এই উদ্যোগ সরকারের রাজনৈতিক বিরোধিদের নিয়ন্ত্রণ ও দমনেই ব্যবহৃত হবে।
তিনি আড়িপাতাকে বিধিসম্মত আইনী পোশাক পরানোর যথেচ্ছ অগণতান্ত্রিক তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।
একইসাথে তিনি নিবর্তনমূলক এসব উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ