পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : কারখানায় অবৈধভাবে প্রবেশ, ভাংচুর, চুরির অভিযোগ এনে আড়াই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে মোট ছয়টি মামলা দায়ের হলো।
শুক্রবার আশুলিয়া শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটি থাকলেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পার হয়েছে দিনটি।
এদিকে গতকাল ভোরে এন আর এন গার্মেন্টসের অতিরিক্ত পরিচালক মাসুদ রানা ও দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার সুপারভাইজার (নিরাপত্তা) মাহাবুব রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলায় এনআরএন কারখানার ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জন ও দি রোজ ড্রেসেস কারখানার ১৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, এখন পর্যন্ত ৫টি কারখানা এন আর এন, দি রোজ ড্রেসেস, হা-মীম গ্রুপ, উন্ডি এ্যাপারেলস ও ফাউন্টেন কারখানা কর্তৃপক্ষ মামলাগুলো দায়ের করেন।
এছাড়া শ্রমিক অসন্তোষের সময় উস্কানি, গোপনে মিটিং ও ইন্ধনদেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা মামলা করেছে। এ মামলায় সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, তার ভাই সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মাঈনুদ্দিন বিপ্লব, নাট্য অভিনেতা এ আর মন্টু, আশুলিয়া থানা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দুলাল মীরকেও আসামী করা হয়েছে।
তাদের এ ঘটনায় মূলহোতা উল্লেখ করে ওসি বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।