Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ যুবরাজ চার্লসের

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের যুবরাজ চার্লস ভিন্ন ধর্মে বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ দিয়ে বলেছেন, না হলে ‘অতীতের আতঙ্ক’ ফিরে আসবে। বড়দিনের বিশেষ বার্তায় ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন ৬৮ বছর বয়সী ব্রিটিশ যুবরাজ। মনে করিয়ে দিলেন, হিটলার-পূর্ববর্তী তিরিশের দশকের ‘অন্ধকার সময়ে’র কথাও!
প্রিন্স চার্লস গত বৃহস্পতিবার বিবিসি’র একটি বিশেষ অনুষ্ঠানে এই রেডিও-বার্তা দিয়েছেন। ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি চার্লস বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় এমন সব গোষ্ঠীর উত্থান দেখতে পাচ্ছি, যারা সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি প্রবল আক্রমণাত্মক। এই সব ঘটনা ১৯৩০-এর সময়ের গভীর আতঙ্কের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।’
এ প্রসঙ্গে তিনি নিজের জন্ম ও ছোটবেলার কথাও টেনে আনেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ