Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ মোবাইল কোম্পানিকে আড়াই হাজার কোটি টাকা দিতেই হবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১:৩৫ পিএম

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে বলে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে আপিল বিভাগের রায়ে।

রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে ১৪শ’ কোটি, রবিকে ৫শ’ কোটি ও বাংলালিংককে ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।



 

Show all comments
  • মিরাজ ১০ জানুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম says : 0
    তারা যদি অন্যায় কোনো কাজ করে তাহলে টাকা তো দিতে হবেই। কারণ আইন তো সবার সমান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ