Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ী কাউন্সিলর-- বিএনপি ১২, আ’লীগ ১১, জাপা ৩, বাসদ ১

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৫৬ জন ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেন। গতকাল ভোটযুদ্ধে বিজয়ী হয়েছেন ২৭ জন কাউন্সিলর (সাধারণ) ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিল। এরমধ্যে বিএনপি সমর্থিত ১২ জন, আওয়ামী লীগ সমর্থিত ১১ ও জাতীয় পার্টি সমর্থিত ৩ ও বাসদের ১জন জন রয়েছেন।
বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে হাজী মোঃ ওমর ফারুক (আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে ইকবাল হোসেন (বিএনপি), ৩নং ওয়ার্ডে শাহজালাল বাদল (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে আরিফুল হক হাসান (আওয়ামী লীগ), ৫নং ওয়ার্ডে গোলাম মুহাম্মদ সাদরিল (বিএনপি), ৬নং ওয়ার্ডে মতিউর রহমান (আওয়ামী লীগ), ৭নং ওয়ার্ডে আলী হোসেন আলা (আওয়ামী লীগ), ৮নং ওয়ার্ডে রুহুল আমিন (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে ইসরাফিল প্রধান (বিএনপি), ১০নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (আওয়ামী লীগ), ১১নং ওয়ার্ডের জমশের আলী ঝন্টু (বিএনপি), ১২নং ওয়ার্ডে শওকত হাশেম (বিএনপি), ১৩নং ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (বিএনপি), ১৪নং ওয়ার্ডে শফিউদ্দিন প্রধান (জাপা), ১৫নং ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস (বাসদ), ১৬নং ওয়ার্ডে, নাজমুল আলম সজল (আওয়ামী লীগ), ১৭নং ওয়ার্ডে মো: আব্দুল করিম (আওয়ামী লীগ), ১৮নং ওয়ার্ডে কবির হোসাইন (আওয়ামী লীগ), ১৯নং ওয়ার্ডে ফয়সাল আহাম্মেদ সাগর (আওয়ামী লীগ), ২০নং ওয়ার্ডে গোলাম নবী মুরাদ (বিএনপি), ২১নং ওয়ার্ডে হান্নান সরকার (বিএনপি), ২২নং ওয়ার্ডে সুলতান আহম্মেদ ভূইয়া (বিএনপি), ২৩নং ওয়ার্ডে সাইফুদ্দিন আহম্মেদ দুলাল (জাপা), ২৪নং আফজাল হোসেন (জাপা), ২৫নং এনায়েত হোসেন (বিএনপি), ২৬নং ওয়ার্ডে মোঃ সামছুজ্জোহা (বিএনপি), ২৭নং ওয়ার্ডে কামরুজ্জামান বাবুল (বিএনপি)।
৯ ওয়ার্ডে বিজয়ী ৯ নারী
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ৯টি ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন ৯জন নারী। তারা হলেন, ১নম্বর ওয়ার্ডে (১, ২, ৩) মাকসুদা মোজাফফর (গ্লাস) বিএনপি, ২নম্বর ওয়ার্ডে (৪,৫,৬) মনোয়ারা বেগম (আওয়ামী লীগ), ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮, ৯) রেহানা পারভীন (আনারস) স্বতন্ত্র, ৪নং ওয়ার্ডে (১০, ১১, ১২) মিনোয়ারা বেগম (মোবাইল) স্বতন্ত্র, ৫নম্বর ওয়ার্ডে (১৩, ১৪, ১৫) শারমিন হাবিব বিন্নি (বই) জাতীয় পার্টি, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭, ১৮) আফসানা আফরোজ (বই) বিএনপি, ৭নং ওয়ার্ডে (১৯, ২০, ২১) শিউলী নওশাদ (বই) স্বতন্ত্র, ৮নম্বর ওয়ার্ডে (২২, ২৩, ২৪) শাওন অংকন (বই) বিএনপি, ৯নম্বর ওয়ার্ডে (২৫, ২৬, ২৭) হোসনে আরা (চশমা) স্বতন্ত্র।



 

Show all comments
  • Sagnik Rohak ২৩ ডিসেম্বর, ২০১৬, ১০:২০ এএম says : 1
    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক ১৫ জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি ওয়ার্ডগুলোতে বিএনপি সমর্থক ৯ জন, জাতীয় পার্টি সমর্থক ২ জন ও বাসদ সমর্থক একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২৭টি ওয়ার্ডের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও ৯টি নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রিটার্নিং অফিস থেকে বেসরকারি ফল ঘোষণার পর স্থানীয় সূত্রে এসব প্রার্থীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনের সংশোধিত আইন অনুযায়ী, সিটি নির্বাচনে মেয়র পদের ভোট এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও কাউন্সিলর পদগুলোর ভোট আগের মতোই নির্বাচন কমিশন নির্ধারিত বিভিন্ন প্রতীকে অনুষ্ঠিত হয়। তাই, আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয় পরিচয় ঘোষণা করা না হলেও প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলগুলো প্রতিটি ওয়ার্ডে নিজ নিজ প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে সমর্থন দেয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ