Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূক্ষ্ম কারচুপি হয়েছে -সাখাওয়াত

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ নির্বাচনে অনেক সূক্ষ¥ কারচুপি হয়েছে যার কারণেই ধানের শীষকে পরাজয় বরণ করতে হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ওই সেলেই অবস্থান করেন সাখাওয়াত। সঙ্গে নির্বাচনী পরিচালনা বোর্ডের সদস্য বিএনপি নেতা আনিসুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রাতে সাংবাদিকদের সাখাওয়াত বলেন, ‘নির্বাচন কমিশন হতে স্বাক্ষরিত ফলাফল দেখে আমি আরো বিস্তারিত বলবো। তবে আমার কাছে খবর আছে অনেক কেন্দ্রে সূক্ষ¥ কারচুপি হয়েছে। যেমন অনেক কেন্দ্রে ১ হাজার ভোট কাস্ট হয়েছে কিন্তু দেখা গেছে নৌকা পেয়েছে ৮শ’ ও ধানের শীষ পেয়েছে ৫শ’।’
সাখাওয়াত অভিযোগ করেন, আমি শুরু থেকেই লেভেল প্লেয়িং নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কারণ এ নির্বাচন কমিশন সরকারের নির্দেশনাতেই চলেছে সেটা আজ ভোটে প্রমাণিত হয়েছে। কারচুপির মাধ্যমেই ফলাফল পাল্টে দিয়েছে।’



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৩ ডিসেম্বর, ২০১৬, ৪:৫২ এএম says : 0
    বিএনপির প্রার্থি উকিল সাখাওয়াত আজ একটা জলজন্ত মিথ্যা কথা বলেছেন সেটা প্রমানিত কারন সারাদিন কোথায়ও কোন রকম দাঙ্গা হাঙ্গামার কথা কোন রকম মিডিয়েতে আসেনি এমন কি বিএনপির কেন্দ্রীয় পদস্থ নেতারা শুষ্ঠ নির্বাচন চলছে বলে সাংবাদিকদের কথার জবাবে এমন কি নিজের দেয়া প্রেস কনফারেন্সে বলেছেন নির্বাচন সুষ্ঠ ভাবে হচ্ছে। কিন্তু সাখাওয়াত সাহবে আইভীর অর্ধেক ভোট পেয়ে এখন বলছেন খুবই সুক্ষ্ম কারচুপি হয়েছে। .............................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ