Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশ আ্যাপে দেয়া যাচ্ছে ওয়ালটন এবং বাটারফ্লাই-এর কিস্তির টাকা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম

ওয়ালটন এবং বাটারফ্লাই-এর গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মাসিক কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজা এবং বাটারফ্লাই শোরুমে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা এই সুযোগটি পাবেন।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে শোরুমে যাওয়ার ঝক্কি এড়িয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় বিকাশ অ্যাপ দিয়েই কিস্তি পরিশোধ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি গ্রাহকের কিস্তি জমা দেয়ার দিন পেরিয়ে যাওয়ার বিড়ম্বনাও দূর হবে। অন্যদিকে, প্রতিষ্ঠান দু’টির কিস্তি সংগ্রহের ব্যবস্থাপনাও সহজ ও গতিশীল হবে।

 

কিস্তির টাকা পরিশোধ করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ আইকন থেকে ‘অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। তারপর ড্রপডাউন লিস্ট থেকে ‘ওয়ালটন প্লাজা’ বা ‘বাটারফ্লাই’ বাছাই করতে হবে। এরপর কাস্টমার আইডি অথবা ইনভয়েস নাম্বার এবং কন্টাক্ট নাম্বার টাইপ করে পরবর্তী ধাপে যেতে হবে। এবার কিস্তির টাকার পরিমান উল্লেখ করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। গ্রাহক পরবর্তী ধাপে যাবতীয় তথ্য চেক করে নিবেন। এরপর বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফার্মেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক। প্রয়োজনে পরিবেশ-বান্ধব রিসিটটি ডাউনলোড করেও রাখতে পারবেন গ্রাহক। উল্লেখ্য, বিকাশ অ্যাপের মাধ্যমে কিস্তির টাকা পরিশোধের ক্ষেত্রে ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

 

লেনদেন সহজ এবং সুবিধাজনক হওয়ায় দিনদিন জনপ্রিয় হচ্ছে বিকাশের পেমেন্ট সার্ভিসগুলো। এই মুহূর্তে দেশজুড়ে ৩ লাখের বেশী মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপের কিউআর কোড স্ক্যান করে খুব সহজে এবং দ্রুত বিভিন্ন পণ্য ও সেবার দাম পরিশোধ করা যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ