Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহর অসীম রহমতে নারায়ণগঞ্জে কোনো মারামারি হয়নি -সিইসি

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়ায় গোলযোগহীন ভোট করা গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, সবার সহযোগিতায় কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে  কোনো অভিযোগ পাওয়া যায়নি। আল্লাহর অসীম রহমতে কোনো মারামারি হয়নি।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি কাজী রকিব।
সিইসি বলেন, জায়গাটা (নারায়ণগঞ্জ) আয়তনে ছোট, ইজি একসেসেবল। ইসির মতবিনিময়ে প্রার্থীরা সবাই বলেছিল, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। প্রার্থী ও সমর্থকরা সহযোগিতা করেছিল। রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকরা সহযোগিতা করলে সহিংসতা ঘটার কোনো সম্ভাবনা থাকে না।
সিইসি জানান, ১৭৪ কেন্দ্রের নারায়ণগঞ্জে আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজনকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কাজী রকিব জানান, ভোটের আগের দুই দিন ও ভোটের দিনের মতো পরের একদিনও আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে। তাদের নির্দেশ দেয়া আছে সব দিকে তীক্ষè দৃষ্টি রাখতে এবং শৈথিল্য না দেখাতে। কেউ যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করা হবে। তারা শাস্তির আওতায় আসবে।
সংবাদ সম্মেলনে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, মো আবু হাফিজ, মো জাবেদ আলী ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ