Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

ভোটার উপস্থিতি কম হওয়ায় ‘টেম্পারিং’-এর অভিযোগ সাখাওয়াতের

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচনে স্থানীয় প্রশাসনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা। তবে, কোনো কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার নেপথ্যে ‘টেম্পারিং’-এর অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে আমি কোনো মন্তব্য করব না। তবে মনে হয় ভোটারদের কেন্দ্রে না আসার জন্য টেম্পারিং করা হচ্ছে। তাই বেশি ভোটার আসছে না।’
গতকাল দিনের শুরুতে মাসদাইর এলাকার আদর্শ স্কুলে নিজের ভোট দিতে এসে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসনকে ইঙ্গিত করে বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সরকারের ওপর নির্ভর করছে। নির্বাচনে কী হয়, তা তো জানি না। আমরা আশা নিয়েই এসেছি। প্রশাসন যদি নিরপেক্ষ থেকে কাজ করে, তাহলে আমি আশা করি, বিপুল ভোটে জয়ী হব।’
এদিকে, নগরীর চাষাঢ়া এলাকায় নির্মাণাধীন আদালত ভবনের সামনে অবস্থিত বিএনপি দলীয় মেয়র-প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের অস্থায়ী মিডিয়া সেল (ক্যাম্প) নির্বাচনী ফলাফলে তার নির্বাচিত হবার সম্ভাবনা কমে আসার সাথে প্রায় ফাঁকা হয়ে যায়। ভোট গ্রহণ শেষে বিকেল ৪টার পর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মেয়রপ্রার্থী  সাখাওয়াত হোসেন অবস্থান করেন। তবে সন্ধ্যার পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কয়েক শ’ নেতাকর্মীকে সাথে নিয়ে হেঁটে হেঁটে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকরা নির্বাচনী ফল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি কোনো কথা বলব না, সময়-সুযোগ হলে পরে বলব।’
একইভাবে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনও সন্ধ্যায় কথা বলবেন বলে জানানোর পর তিনিও সাংবাদিকদের মুখোমুখি হননি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ