Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা কামাল মহাসচিব এস এম আলম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটিতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি এসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি হয়েছেন স্বাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
৪৫ সদস্যের কমিটিতে যুগ্ম সম্পাদক হয়েছেন গৃহায়ন ও গণপূর্তের যুগ্ম সচিব শওকত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার যুগ্ম সচিব সুরাইয়ার পারভীন শেলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আল মামুন মোর্শেদ, স্বাস্থ্যসেবার যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এদিকে গত বৃহস্পতিবার বিয়াম ভবনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভায় সাবেক মন্ত্রিপরিষদ বিভাগ সচিব কবির বিন আনোয়ার এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য ইিনময় হয়। সভায় কে সভাপতিত্ব করবেন এবং কার লোক কমিটিতে জায়গা পাবে এ নিয়ে ঘটনা ঘটেছে বলে প্রশাসনের কর্মকর্তরা জানিয়েছেন।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ