Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ভোটের জোর প্রচারণা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল  অফিস : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন পর এ নির্বাচন ঘিরে বেনাপোল এখন সেজেছে অন্যরূপে। অসংখ্য তোরণ আর নানা রঙিন পোস্টারে ছেয়ে গেছে কাস্টমস, বন্দর ও চেকপোস্ট এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং। এ নির্বাচনে কারা জয়লাভ করেন তা দেখার জন্য অপেক্ষা করছেন বেনাপোলবাসী।
এই নির্বাচন সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই প্যানেলের প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের এক হাজার ৫৪৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্টাফ অ্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে সমমনা পরিষদের মুজিবর-নাসির ও ঐক্য পরিষদের শামছুল-সাজেদুর প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩টি পদ থাকলেও এবার শ্রম মন্ত্রণালয়ের নতুন আইনে ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী ও সহ সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রিপন।
এ নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের প্রার্থীরা বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়া, ঝিকরগাছসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা নিজেদের অবস্থান সদস্যদের সামনে তুলে ধরতে সমর্থকদের নিয়ে গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রার্থীদের পরিচয় পর্ব শেষ করে ছুটছেন ভোটারদের দুয়ারে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত এমদাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঝিনাইদহে আমন চাল সংগ্রহ উদ্বোধন
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ চাল সংগ্রহের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ অন্যান্যেরা। খাদ্য অফিসের কর্মকর্তারা জানায়, এ বছর ঝিনাইদহের ৬টি উপজেলা থেকে ৪’শ ৫৪ জন ডিলারের কাছ থেকে ৩৩ টাকা দরে ৩ হাজার ৮’শ ৮৮ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ২৫ মার্চ এ সংগ্রহ অভিযান শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ