পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে চায়না থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার মূল্যের একটি বাণিজ্যিক ইলেকট্রনিক্স পণ্যচালান গতকাল (বৃহস্পতিবার) আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চীন থেকে ঢাকার এসবি কর্পোরেশনের নামে আনা চালানটি খালাসের দায়িত্বে ছিল হাসিনা এন্টারপ্রাইজ।
ঘোষণা অনুযায়ী, অয়েল ফিল্টার, পিস্টন, এয়ার ফিল্টার এবং ড্রিলিং মেশিন আমদানি করার কথা ছিল। আমদানি করা পণ্যসমূহের কান্ট্রি অব অরিজিন চীন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পণ্যটি ডেলিভারি পর্যায়ে আটক ও শতভাগ কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের বদলে পাওয়া যায় নেটওয়ার্কিং ক্যাবল, সানগ্লাস, হোয়াইট গ্লাস, মোবাইল ব্যাটারি, মোবাইল চার্জার, মোবাইল কভার, মোবাইল কেসিং, রিস্ট ওয়াচ, হেডফোন, আইপি ক্যমেরা, ফটোকপিয়ার ইঙ্ক, প্রিন্টার কার্টিজ, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, রিয়ার ভিউ মিরর, ইন্ডিকেটর লাইট, ব্রেক ক্যাবল ইত্যাদি। মিথ্যা ঘোষণায় পণ্য এনে ১ কোটি ১০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।