Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশালে ইন্ডিয়া হারবালসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল উপজেলা সংবাদদাতা : ত্রিশালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইন্ডিয়া হারবাল চেম্বারসহ ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ এর উপ-অধিনায়ক মেজর মো: জাহাঙ্গীর আলম ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও ময়মনসিংহ ড্রাগ সুপার গুলশান আরা জাহানের নেতৃত্বে ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ইন্ডিয়ান হারবাল চেম্বারের মালিক হাকিম মো: জাহিদুল ইসলাম খানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ-, ইউনানী হারবাল মেডিক্যালের হাকিম এ কে এম রাশেদুল ইসলামকে ১ লাখ টাকা অনাদায়ে ২ মাসের জেল, দরিরামপুর নজরুল কলেজ মার্কেটের মা মেডিক্যাল হলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ