Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রিমান্ডে ছাত্র শিবিরের দুজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ পিএম

পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় ইসলামী ছাত্রশিবিরের নেতাসহ দুজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শাহজাহানপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আহাদ মারুফ ও সদস্য হাবিবুর রহমান। সোমবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জামাল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বেলা ৩টার দিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ, ছাত্রশিবির ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দেন। এ সময় অস্ত্র সজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাংচুর করে। তাদের বাধা প্রদান করলে হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ