Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ২০২১-২০২২ করবর্ষে ব্যাংক সেক্টরে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৮:০০ পিএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (বাংলাদেশ) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে ২০২০-২০২১ করবর্ষে ব্যাংকিং বিভাগে সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃত হয়েছে। বাংলাদেশের কর প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে এনবি আর, দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য ঢাকায় এক অনুষ্ঠানে শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। রোববার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাসের এজাজ বিজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতির অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ । আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এই স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবি আর) আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি যে এনবি আর এবং বেসরকারী খাত একসাথে কাজ করে রাজস্ব নীতি কে আরো সহজ করার মাধ্যমে রাজস্ব আয়ে সুশাসন নিশ্চিত করবে, যা ট্যাক্স টু জিডিপি রেশিও বৃদ্ধি করবে এবং বাংলাদেশকে তার প্রবৃদ্ধির গতিপথে আরও এগিয়ে নিয়ে যাবে।

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর, সকল প্রকার আমদানি-রপ্তানি অর্থায়নের এবং বিদেশী ব্যাংক দ্বারা বিদ্যুৎ উৎপাদনের অর্থায়ন ও এসএমই ঋণ নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশেষ ভূমিকা রেখেছে। একইসাথে, রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে এবং কার্ড ব্যবহার বৃদ্ধি, ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারকারী বাড়ানোর জন্য ধারাবাহিক প্রচেষ্টা সহ বেশ কিছু উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে যার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাচ্ছে। দেশের সমৃদ্ধির চাকা সচল রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২১ সালে ৩০ টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ