Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারিধারায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, হাসপাতালে আনন্দোৎসব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পিএম
ঢাকার বারিধারায় ফরাজী হাসপাতালে শান্তা বেগম (২১) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। বুধবার বেলা ১২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন।  এ ঘটনায় হাসপাতালজুড়ে আনন্দোৎসব শুরু হয়েছে। হাসপাতালে মিষ্টিও বিতরণ করা হয়েছে।
 
শান্তা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাদ্দাম হোসেনের স্ত্রী। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ।
 
ফরাজী হাসপাতাল সূত্রে জানা গেছে , বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় প্রসব বেদনা নিয়ে শান্তা বেগম ফরাজী হাসাপাতালে ভর্তি হলে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মিম শাহরিনের পরামর্শে নরমাল ডেলিভারির ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্স টিমের যৌথ প্রয়াসে ডেলিভারি সম্পন্ন হয়।
 
সন্তানদের পিতা সাদ্দাম হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ ,আমরা সন্তুষ্ট। আমার স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ