Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:২৯ পিএম
দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, শিক্ষিত স্মার্ট নাগরিক হতে গেলে ভদ্রতার বিকল্প কিছু নেই। আর দক্ষতার মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশনে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন আয়োজিত ২০২০, ’২১ ও ২২ সালে উত্তীর্ণ মেধাবী কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন চেয়ারম্যান ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সিআইপি-এর তত্বাবধানে ও মাহবুব হোসেন সরকারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক,  বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিসি শরফুদ্দিন আহমেদ, খন্দকার রুহুল আমিন (সিআইপি), হাবিবুল্লাহ ডন, আলিমুজ্জামান ও শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দুই  শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৫,৫০০ সদস্যসহ আমন্ত্রিত অতিথি হিসেবে এফবিসিসিআই এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংবর্ধিত ছাত্র-ছাত্রীবৃন্দের গর্বিত পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
 
উল্লেখ্য, বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত এবং এফবিসিসিআই-এর অধিভুক্ত দেশব্যাপী বৈদ্যুতিক পণ্যের আমদানীকারক, রপ্তানিকারক, শিল্পতি ও ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৫,৫০০ জন। এ সংগঠন সদস্যদের শিল্প ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় অনন্য ভ’মিকা পালনের পাশাপাশি সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, আনন্দ-বিনোদন প্রভৃতি কার্যক্রম অত্যন্ত সাফল্যজনকভাবে আয়োজন করে থাকে। শিক্ষা ও বিনোদনমূলক আয়োজনের মধ্যে এসোসিয়েশনের সদস্যবৃন্দের সন্তানদের মেধা বিকাশে লেখাপড়ায় আরো উৎসাহ ও অনুপ্রেরণা যোগানের পাশাপাশি তাদের পরিবার-পরিজনের মাঝে পারস্পারিক সম্পর্ক সুদৃঢ় ও মেলবন্ধন রচনায় সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান একটি অনন্য অসাধারণ আয়োজন, যা ধারাবাহিক ভাবে প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়ে থাকে। কিন্তু করোনা মাহামারির কারণে বিগত ২০২০-২১ সালে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা সম্ভব হয়নি। তাই এবার তিন বছরের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ ও বৃত্তি এক সঙ্গে দেবে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন (বিইএ)।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ