Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে সূচক ও লেনদেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কয়েকদিন দরপতনের পর ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। এর ফলে টানা দু’দিন পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্যমতে, ৩৫৪টি প্রতিষ্ঠানের মাত্র ৪ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯২৬টি শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৭১ লাখ ৪৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকা।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানির শেয়ারের দাম। তাতে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশনের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। এরপর শীর্ষ স্থানে ছিল যথাক্রমে মুন্নু সিরামিকস, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে মোট ৩৪ কোটি ২ লাখ ৫৬ হাজার ৭৪৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ২৬ লাখ দশ হাজার টাকা লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির ও কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ