Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লরি হামলা : তিউনিসীয় শরণার্থীকে খুঁজছে বার্লিন পুলিশ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে লরি চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় তিউনিসিয়ার এক নাগরিককে খুঁজছে পুলিশ। জার্মানির গণমাধ্যমের খবরে বলা হয়, যে লরিটি নিয়ে হামলা চালানো হয়, সেটির চালকের আসনের নিচে একটি অস্থায়ী পারমিট খুঁজে পেয়েছে পুলিশ। যেটা আনিস এ নামের এক ব্যক্তির। যিনি ১৯৯২ সালে তিউনিসিয়ার দক্ষিণের শহর তাতোউনিতে জন্মগ্রহণ করেছেন। পুলিশ জানায়, নর্থ রাইন-ওয়েস্টফাইয়া রাজ্য থেকে অস্থায়ী ওই পারমিট প্রদান করা হয়েছে। লরি চালকের সঙ্গে ধস্তাধস্তির সময় খুব সম্ভবত সন্দহভাজন ওই ব্যক্তি আহত হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
জার্মানির দৈনিক বিল্ডের খবরে বলা হয়, ইসলামপন্থী জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে সম্ভাব্য বিপজ্জনক ব্যক্তি হিসেবে তিউনিসিয়ার ওই তরুণ পুলিশের নজরে ছিল। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্পাত বহনকারী লরিটি যখন বার্লিনের প্রাণকেন্দ্র ব্রাইটশেইডপ্লাৎজে বড়দিন সামনে রেখে বসা বাজারে ঢুকে পড়ে, কাঠের ছোট ছোট দোকানগুলো তখন পর্যটক আর স্থানীয় ক্রেতাদের ভিড়ে জমজমাট। ওই ভিড় মাড়িয়েই লরি নিয়ে ৫০ থেকে ৮০ মিটার এগিয়ে যায় চালক। জার্মান পুলিশ এ ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করেই তদন্ত এগিয়ে নেয়ার কথা বলেছে। ওই রাতেই প্রাথমিকভাবে পুলিশ নাভেদ বি নামে পাকিস্তানি এক শরণার্থীকে আটক করে। কিন্তু নাভেদের বিরুদ্ধে মামলা চালিয়ে নেয়ার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ না পাওয়ায় মঙ্গলবার তদন্তকারীরা তাকে ছেড়ে দেয়।
কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাদের ধারণা, হামলাকারী এখনো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। জার্মানির দুইটি পত্রিকায় তিউনিসিয়ার ওই ব্যক্তির বয়স ২১ বা ২৩ বলে জানিয়েছে, যে তিনটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। একজনই এ হামলা চালিয়েছে নাকি আরো কেউ জড়িত আছে সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সূত্র : রয়টার্স। (এর আগের খবর পৃষ্ঠা-৬)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ