Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পদ্মা ব্যাংকের উত্তরা-৬ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম

আধুনিক ও প্রযুক্তিবান্ধব উত্তরাবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উত্তরা শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উত্তরা উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এই সময় তিনি উপস্থিত গ্রাহক-সহ সকলকে পদ্মা ব্যাংকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকরাই পদ্মা ব্যাংকের প্রেরণা। তাঁদের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা দিতে পদ্মা ব্যাংক পরিবার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, আগামীতে আরো অনেক আকর্ষণীয় নতুন নতুন ব্যাংকিং সেবা নিয়ে আসবে পদ্মা ব্যাংক। নিশ্চিন্তে যে কোন শাখা, উপ-শাখা অথবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি, ক্যামলেকো অ্যান্ড হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৯ শাখা, ৫টি উপশাখা এবং ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

উত্তরা-৬ নাম্বার সক্টর উপ-শাখার ঠিকানা: হাউজ-০১, রোড- ১৬, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ