Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছয় মাসের কারাদণ্ড হলো নৌকার প্রার্থীর এজেন্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর এক পোলিং এজেন্টকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউপির ৮ নম্বর কেন্দ্রে (শিবপুর মুসলিম হাইস্কুল) এ ঘটনা ঘটে।

নোয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং মোহাম্মদ জুলকার নাঈম স্বাক্ষরিত নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো পরিস্থিতি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, নোয়ান্নই ইউনিয়ন পরিষদের ৮ নং কেন্দ্রে মুসলিম হাই স্কুলের নৌকা প্রতীকের পোলিং এজেন্ট সুমী আক্তারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা ২০১০ এর বিধি ৭৭(১) ভঙ্গের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।এ ইউনিয়নের ১২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্বাভাবিক আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেন তিনি।

কমিশন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের পাঁচটি পৌরসভা ও ৪৭টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং একটি সিটি করপোরেশনে সংরক্ষিত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং একটি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ