Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংক-বিএফডিএস সমঝোতা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:১৬ পিএম

সম্প্রতি সিটি ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক সরকার কর্তৃক জারিকৃত ফ্রিল্যান্সার আইডি যাচাই করার অনুমতি পাবে। এটি সিটি ব্যাংকের সকল শাখা থেকে ফ্রিল্যান্সারদের আমানত, ঋণ, কার্ড এবং ব্যাংকিং পরিষেবার সুষ্ঠু পরিচালনা প্রদান নিশ্চিত করবে। বুধবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্লাগশিপ পণ্য, ফ্রিল্যান্সার ডিপোজিট প্রোডাক্ট ফ্রিল্যান্সারদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেবে। এই ফ্রিল্যান্সার গ্রাহকদের দুটি অ্যাকউন্ট দেয়া হবে-ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট এবং ফ্রিল্যান্সার সেভিংস অ্যাকাউন্ট।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফের উপস্থিতিতে হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার ও ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ